UNDP - United Nations Development Programme Bangladesh

10/15/2025 | Press release | Distributed by Public on 10/14/2025 21:52

অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে ইউএনডিপির নতুন প্রজন্মের সুদক্ষ আইনজীবী গড়ে তোলার উদ্যোগ

আজ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল অফিস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একসাথে অ্যাটর্নি জেনারেল অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫-এর উদ্বোধন করেছে।

এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল অফিস একটি উন্নত কাঠামোর প্রাথমিক-ক্যারিয়ার প্ল্যাটফর্ম চালু করলো, যার দ্বারা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে আগত মেধাবী আইন বিভাগের স্নাতকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো এমন দক্ষ, নীতিবান, সফল আইন পেশাজীবী তৈরি করা, যারা বিচার ব্যবস্থার সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রসিকিউশন সেবার আধুনিকায়নে অবদান রাখবে। এর মূল প্রতিপাদ্য "বাংলাদেশে বিচার ব্যবস্থার সংস্কারে তরুণদের অবদান"; এতে পরবর্তী প্রজন্মের মধ্য থেকে বিচারিক খাতে নেতৃত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তার বক্তব্যে বলেন, "আমরা এমন আইনজ্ঞ চাই যারা ব্যবহারিকভাবে জানেন আইন কী, কীভাবে প্রয়োগ হয়, এবং কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করে। এই দৃষ্টিভঙ্গিই ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল চালিকাশক্তি; যার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য দক্ষ ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্মের আইন পেশাজীবী গড়ে তুলতে চাই।"

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের জন্য ইউএনডিপির প্রশংসা করেন। তিনি বলেন, "তরুণরাই আমাদের জাতির ভবিষ্যৎ, এবং এই এজিও ইন্টার্নশিপ নতুন প্রজন্মের আইন পেশাজীবীদের বিকাশে সহায়তা করার জন্য একটি চমৎকার পদক্ষেপ। আমি আশা করি ভবিষ্যতে আরও বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যারা সুযোগ সুবিধার দিক থেকে একটু পিছিয়ে আছে, তারা এই প্রোগ্রামে বেশি অন্তর্ভুক্ত হবে।"

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, "বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ জনসংখ্যা ভিত্তিক অবস্থানে আছে, যেখানে দেশের ৩০ শতাংশেরও বেশি জনগণ ২৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানের অগ্রগতির মূল চালিকাশক্তি। বিচার বিভাগে এর প্রমাণ আরও স্পষ্ট- যেখানে সংস্কার ও পরিবর্তনের জন্য তরুণ শক্তি ও আদর্শ এক অসাধারণ সম্পদ।"

তিনি আরও বলেন, "এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি সুইডেন সরকারের সহায়তায় পরিচালিত হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউএনডিপির যৌথ প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে।"

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বলেন, "পরবর্তী প্রজন্মের আইন পেশাজীবীদের জন্য বিনিয়োগ করা কেবল সময়োপযোগীই নয়, অত্যাবশ্যক। বাংলাদেশে বিচার খাতের সংস্কারে সহযোগিতা করতে পেরে সুইডেন গর্বিত। এই প্রোগ্রামকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই, এবং এতে অবদান রাখতে পেরে আমরা সত্যি আনন্দিত।"

নরওয়ের মান্যবর রাষ্ট্রদূত হকন আরাল্ড গুলব্রানসেন বলেন, "নরওয়েতে প্রসিকিউশন কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে, বিশেষ করে ব্যক্তিগত মামলাগুলোর ক্ষেত্রে। আইনের শাসন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থার ভিত্তি। প্রসিকিউশন সেবায় পেশাদারিত্ব বৃদ্ধি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সেই লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

এই প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ব্যাচের জন্য নির্বাচিত ২৫ জন তরুণ আইন শিক্ষানবিশকে পরিচিত করানো হয়, যার মধ্যে ১২ জন নারী ও ১৩ জন পুরুষ। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক নেতৃত্বের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে এবং "বিচার ব্যবস্থার সংস্কারে তরুণদের ভূমিকা" শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে সমসাময়িক আইনি বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল সাইবার নিরাপত্তা, তথ্য গোপনীয়তা এবং প্রসিকিউশনের আধুনিকায়নে লিগ্যাল ক্লিনিকের সম্ভাবনা।

এই যুবকেন্দ্রিক প্রোগ্রামের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের আইন খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ শুরু হলো। এটি আইনের নবীন ও প্রবীণ পেশাজীবী, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক অংশীদারদের একত্রিত করেছে এক অভিন্ন লক্ষ্য নিয়ে; সেটি হলো আরও ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বাংলাদেশ নির্মাণ করা।

UNDP - United Nations Development Programme Bangladesh published this content on October 15, 2025, and is solely responsible for the information contained herein. Distributed via Public Technologies (PUBT), unedited and unaltered, on October 15, 2025 at 03:52 UTC. If you believe the information included in the content is inaccurate or outdated and requires editing or removal, please contact us at [email protected]